শিরোনাম
◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল ◈ প্রতিবেশী সবার সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়াই সরকারের অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা ◈ আফটারশক কতটা বিপজ্জনক? কারণ, সময় ও সতর্কতা এক নজরে ◈ ৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্মেনিয়ায় যুদ্ধে ক্ষতিগ্রস্থদের মিছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আসিফুজ্জামান পৃথিল: [২] সম্প্রতি নগার্নো-কারাবাখ যুদ্ধে পরাজিত হয়ে আর্মেনিয়া। চুক্তি অনুযায়ী বেশ বড় পরিমাণ ভূখণ্ড হস্তগত হয়েছে আজারবাইজানের। ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীকে দুষছেন সাধারণ আর্মেনিয়রা। প্রচুর পরিমাণ আর্মেনিয়ানের মৃত্যুর জন্য দায়ি করে তারা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করছেন। আল জাজিরা

[৩] নিহতদের জন্য ৩ দিনের শোকের প্রথম দিন একটি বড় মিছিল বের হয় রাজধানী ইয়েরেভানে। এতে নেতৃত্ব দেন খোদ পাসেনিয়ান। এই মার্চে তিনি বলেন, ‘পুরো জাতিকই এই শোকের ভেতর দিয়ে যাচ্ছে। আমরা দুঃস্বপ্নের ভেতর বাস করছি। মাঝে মাঝে মনে হয়, আমাদের সব প্রশ্নই ধুলোয় মিশে গেছে। কিন্তু আমরা এখনও হতাশায় ডুবতে চাই না।’ স্পুৎনিক

[৪] এসময় উত্তেজিত জনতা ‘নিকোল তুমি বেঈমান’ বলে স্লোগান দিতে থাকে। এসময় প্রধানমন্ত্রীর সমর্থক ও পুলিশের মধ্যে হাতাহাতিও হয়। পরে বিরোধীদের ছত্রভঙ্গ করে পাশনিয়ানের বেরুবার পথ তৈরি করে পুলিশ। এসময় ছুটন্ত ডিম থেকে তাকে রক্ষায় ছাতা ও বর্ম ব্যবহার করা হয়। আনাদলু

[৫] শনিবার, ১৪ অবসরপ্রাপ্ত জেনারেল একটি বিবৃতি দিয়ে পুরো সরকারের পদত্যাগ দাবি করেন। যুদ্ধে নিজের সন্তান হারানো সাবেক জেনারেল মিসাক আভেতিসায়ান বলেন, ‘তাকে আমাদের সন্তানদের কবরের সামনে যেতে দেয়াই ঠিক না। তার উচিৎ হাটু গেড়ে ভিক্ষুকের মতো ক্ষমা চাওয়া।’ সাবেক প্রধানমন্ত্রী ভেজগান মানুকিয়ান বলেছেন, এই যুদ্ধ হওয়াই উচিৎ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়