জেরিন আহমেদ: [২] বিয়ের ৮ ঘণ্টা আগে দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া স্ত্রীকে স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থাতেই বিয়ে করেছেন ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ের এক যুবক। জি নিউজ, কলকাতা নিউজ
[৩] ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে আরতি মৌর্যের সঙ্গে পাশের গ্রামের অবধেশের বিয়ে ঠিক হয়েছিল। এই ডিসেম্বর মাসের ৮ তারিখ বিয়ের দিন ছিল। একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান কনে আরতি। তার শিরদাঁড়া দু’টুকরো হয়ে যায়। এমনকী, কোমর, হাত, পায়েও গুরুতর চোট লাগে। সময় নিউজ
[৪] হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, আগামী কয়েক মাস আরতিকে বিছানায় শুয়ে থাকতে হবে। এমনকি, তার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও খুবই কম।
[৫] ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব দেয় কনের পরিবার । কিন্তু বর সাফ জানিয়ে দেন, আরতিক ছাড়া কাউকে বিয়ে করবেন না । দরকার পড়লে হাসপাতালেই বিয়ে করবেন আরতি। তার সেবা করেই কাটিয়ে দেবে বাকি জীবন, তবু আরতিকে একা রেখে যাবেন না।
[৬] চিকিৎসকদের বিষয়টি এটা জানানো হলে, তারাও অবধেশের অসাধারণ সিদ্ধান্তকে সম্মান জানাতে সাহায্য করেন। ব্যবস্থা করে দেন ঘণ্টা দু ‘য়েকের জন্য আরতিকে অ্যাম্বুল্যান্সে করে প্রয়োজনীয় মেডিক্যাল সার্পোট দিয়ে বাড়িতে পাঠান। সেখানে লগ্ন মেনে তাদের বিয়ে হয়। দি ওয়াল