শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়া সরকার বৈধতা দিলেও পাসপোর্টের জন্য হতাশায় অবৈধরা

শেখ সেকেন্দার: [২] মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য দেশটির সরকার বৈধতা ঘোষণা করছে। সেই সুযোগ নিচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। কিন্তু পাসপোর্টের জন্য হতাশায় অবৈধ বাংলাদেশীরা। দেশটির বিভিন্ন জায়গায় অবৈধভাবে কর্মরত বাংলাদেশিরা ডাক যোগে বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্টের জন্য আবেদন করছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ডাক যোগে পাসপোর্ট রিনিউর ঘোষণায় স্বস্তি ফেরে বৈধ ভাবে অবস্থান করিদের মাঝে।

[৩] ইতোমধ্যে হাজার হাজার বাংলাদেশি সেই সুযোগ নিয়েছে। সম্প্রতি দেশটির সরকার অবৈধ অভিবাসীদের জন্য বৈধতা ঘোষণা করছে। আর সেই সুযোগ নিতে হাজার হাজার বাংলাদেশি ডাক যোগে পাসপোর্ট রিনিউর জন্য জমা দিয়েছে। কিন্তু পাসপোর্ট নেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসে যেতে পারছে না তারা।

[৪] মালয়েশিয়া সরকারের দেয়া বৈধতা ঘোষণার মধ্যে চলছে অভিযান। আর সেই অভিযানে গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। দেশটির বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্ৰেপ্তার হওয়ার ভয়ে পাসপোর্ট নিতে দুতাবাসে যেতে পারছে না অবৈধ বাংলাদেশী অভিবাসীরা।

[৫] এদিকে মালিক পক্ষ পাসপোর্টের জন্য প্রতিনিয়ত বাংলাদেশীদের চাপ প্রয়োগ করছে। অনেকে মালিক পক্ষ পাসপোর্টের জন্য কাজে আসতে নিষেধ করেছেন।

[৬] এব্যাপারে কথা হয় দেশটির পাহাংয়ে কর্মরত জাহাঙ্গীর, রেজাউল,পিয়ারুলসহ আরো অনেকে জানান, ডাক যোগে পাসপোর্ট রিনিউর জন্য জমা দেওয়ার পর আমাদের পাসপোর্ট হয়ে গেলেও আমরা দুতাবাসে যেয়ে আনতে পারছি না। কেন যেতে পারছে না প্রশ্ন করলে জানায়, আমরা অবৈধ, পাসপোর্ট আনতে যেয়ে ধরা পড়লে জেলে যেতে হবে। মালিক পক্ষ পাসপোর্ট নিয়ে কাজে যেতে বলেছে।

[৭] পাসপোর্ট বিড়ম্বনা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি শেখ আহমেদুল কবির বলেন, দেশটিতে প্রতিনিয়ত চলে ধরপাকড়। সেখানে অবৈধ অভিবাসীরা বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে পাসপোর্ট নিতে ভয় পায়। তাদের জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। তা না হলে দেশটির সরকারের দেয়া সুযোগ হাতছাড়া হতে পারে।

[৮] এব্যপারে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার কাছে জানতে চাইলে কোনো উত্তর দেয়নি। মালয়েশিয়ায় অবস্থিত অবৈধ বাংলাদেশীরা যাতে কোনো ঝুঁকি ছাড়ায় পাসপোর্ট পায়, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়