ইসমাঈল ইমু : [২] আব্দুল গণি রোডে সিগমা হুদার নিয়ন্ত্রণাধীন ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তয়ান সংস্থার অফিস গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জায়গাটি সরকারি হেফাজতে নেওয়া হচ্ছে।
[৩] শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ বলেন, জায়গাটি রেলের। এ কারণে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। সরকারি কাজে বাধা দিতে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
[৪] জানা গেছে, বিএনপির সরকারের আমলে জায়গাটি ১ হাজার ১ টাকায় লিজ দেওয়া হয় মানবাধিকার এই সংস্থাকে। সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি নেতা নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে মানবাধিকার নিয়ে কাজ করছেন।