সোহাগ হাসান : [২]মহান বিজয় দিবসের উল্লাসে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের কামারখন্দে বিশাল ঘোড়দৌড় (ঘোড়ার দৌড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের খাঁন পাড়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
[৩] ভদ্রঘাট গ্রামবাসীর আয়োজনে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলার ১১২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠের নির্ধারিত স্থানে তিনবার প্রদক্ষিণ শেষে প্রথম স্থান অধিকার করে টাংগাইল জেলার সফিপুরের আবুল হোসেন, দ্বিতীয় স্থান মামুন খাঁন ও তৃতীয় স্থান অধিকারী মো, মামুন খাঁন। বিজয়ীদের হাতে একটি ফ্রিজ,একটি এইডি টিভি ও একটি বাই সাইকেল তু্লে দেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।