শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা বাঙালী সংস্কৃতির বাইরে তারা কখনোই দেশের নীতি নির্ধারক হতে পারে না: জাতীয় পার্টি চেয়ারম্যান

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি আরও বলেছেন, সাম্প্রদায়িকতা বাঙালী জাতির ঐতিহ্য নয়। আমরা ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসি। কিন্তু ধর্মের গোড়ামীকে আমরা পছন্দ করিনা। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ও মুসলমান নিজেদের ধর্ম ও সংস্কৃতি পালন করছে। আর বাঙালী জাতির সংস্কৃতি সবাই সমন্বিত ভাবে তুলে ধরেছে। যারা আমাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তা বাস্তব সম্মত নয়, জনগণের মনের কথা নয়।

[৩] তিনি বলেন, মুর্তি বানানো, ছবি তোলা, গান, নাটক বা হিজাব না পড়া তা স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার সাথে চলমান। কিন্তু এর বাইরে কেউ কিছু চাপিয়ে দিতে চাইলে তা জনগণ কখনোই গ্রহণ করেনি। তিনি বলেন, এমন ঘটনাগুলো বিচ্ছিন্ন কোন ঘটনা হতে পারে, আবার সমন্বিত কোন ষড়যন্ত্রের ফসলও হতে পারে।

[৪] বিরোধী দলীয় এই উপনেতা আরও বলেন, আমরা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করিনা, দেশের মানুষকে সকল ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেই আমরা রাজনীতি করি। এ-সময় তিনি বলেন, কোন ষড়যন্ত্র থাকলে তা বের করে সমাধানের দায়িত্ব সরকারের। দেশের মানুষ নিজস্ব সংস্কৃতি পালন করেই একটি সুখি-সম্বৃদ্ধশালী বাংলাদেশ চায়। গুটি কয়েক মানুষ বাঙালী সংস্কৃতির বাইরে থাকতে পারে।

[৫] সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সরকারী কাজে জনগণের ইচ্ছার প্রতিধ্বনী হলেই, তা গণতন্ত্র। শতকরা একশো ভাগ গণতন্ত্র কখনোই কোন দেশে হয়না।  তিনি বলেন, শোষণ, নির্যাতন, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার যে চেতনায় দেশের সূর্য সন্তানরা জীবন দিয়েছেন, তা অর্জনের জন্য আগামী দিনে আরো সংগ্রাম করতে হবে।

[৬] সোমবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্দিজীবীদের প্রতি সম্মান জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা বলেন।  উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফসল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, সুলতান আহমেদ সেলিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়