শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় দুদকের মামলায় খাদ্য কর্মকর্তার জেল ও অর্থদণ্ড

শরীফা খাতুন: [২] খাদ্যশস্য নষ্ট দেখিয়ে টাকা আত্নাসাৎ করার অভিযোগে সাবেক খাদ্য উপ-পরিদর্শক ও খুলনা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর জব্বার হাজরাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ ৫৭ হাজার ৮৫৪ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে।

[৩] সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার ওই রায় ঘোষণা করেন। খাদ্যশস্য নষ্ট দেখিয়ে টাকা আত্নসাৎ করার অভিযোগ আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে বিচারক তাঁর রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় আসামি জব্বার হাজরা আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

[৪] দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কাযালয় খুলনার আদালত পরিদর্শক বিজন কুমার রায় বলেন, খুলনা খাদ্য গুদামের দায়িত্বে থাকাকালে খাদ্যশস্য নষ্ট দেখিয়ে ২৮ লাখ ৭৬ হাজার ২৩৩ টাকা আত্নসাৎ করেন আব্দুর জব্বার হাজরা। ওই অভিযোগে ২০০৪ সালে তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় মামলাটি করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমানে দুদক) প্রধান কাযালয়ের সহকারী পরিদর্শক মো. বজলুর রহমান। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন দুদক সমন্বিত জেলা কাযালয় খুলনার উপ-সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন।

[৫] মামলাটি দীর্ঘ সময় ধরে তদন্তের পর ২০১৪ সালে মোশাররফ হোসেন আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করেন। পরে মামলার রায় ঘোষণা করা হলো। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সেলিম আল আজাদ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়