শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোঁজের ৪ দিন পর তিস্তায় ভেসে উঠল জেলের মরদেহ

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া জেলে হেলাল উদ্দিনের (২৬) মরদেহ চার দিন পরে উদ্ধার করেছে পুলিশ।

[৩] শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৪] এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মূলস্রোত ধারার ভাটিতে নৌকায় করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন জেলে হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

[৫] হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মূলস্রোত ধারার ভাটিতে নৌকায় করে মাছ ধরতে যান জেলে হেলাল উদ্দিন। এ সময় অসাবধনতায় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। স্থানীয় জেলেরা প্রথম দিকে তার সন্ধানের চেষ্টা করে ব্যর্থ হলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন।

[৬] পরে রংপুর থেকে ডুবুরি দল এসে দুই দিন চেষ্টা করেও তার সন্ধান মেলাতে পারেনি। ঘটনার ৪ দিন পর শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ধুবনী গ্রামে তিস্তা নদীতে হেলাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়