শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে ভাস্কর্যের বিরোধিতা করছে উগ্রবাদিরা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মহসীন কবির:[২] শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ওপরে লেখা অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একথা বলেন। ডিবিসি টিভি ও ডেইলি স্টার

[৩] মন্ত্রী বলেন, রাজাকারদের তালিকা হবে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ও বয়োজেষ্ঠদের তথ্যের ভিত্তিতে। আইন পাশ হলে আগামী স্বাধীনতা দিবসেই প্রথম তালিকা প্রকাশ হবে। বুদ্ধিজীবীর সংজ্ঞা নির্ধারণে রবিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বৈঠকে বসবে বলেও জানান তিনি।

[৪] এর আগে ৯ ডিসেম্বর বুধবার খুলনার জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির মাঠে কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, যারা আজ ধর্মের নামে বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছে, এরাই ভাষা আন্দোলন, ৫৪ ও ৭০ এর নির্বাচন এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা ভাষা, বাঙালি জাতিসত্তা ও বাঙালির ন্যায়সঙ্গত অধিকারকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল।’

[৫] তিনি বলেন, পৃথিবীর সব মুসলিম প্রধান দেশে ভাস্কর্য আছে। বাংলাদেশেও অনেক আগে থেকেই ভাস্কর্য আছে। সেসব ভাস্কর্য নিয়ে কখনও কেউ কিছু বলেনি। কিন্তু, হঠাৎ তারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখাচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা এমন ধৃষ্টতা কোনভাবেই সহ্য করবে না। বঙ্গবন্ধুর আহ্বানে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, কিন্তু ট্রেনিং জমা দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়