ময়মনসিংহ প্রতিনিধি : [২] শুক্রবার (১১ ডিসেম্বর) কুয়াশাচ্ছন্ন সকালে শুরু হয় অনুষ্ঠান। দিনব্যাপী চলে আড্ডা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, নৌ-ভ্রমণ।
[৩] এ মিলনমেলায় পত্রিকার প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দক্ষতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে অসহায় জনগোষ্ঠী, কৃষি ও কৃষকের খবর গুরুত্ব সহকারে প্রকাশ ও পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।
[৪] গণমাধ্যম কর্মীরা কাজের ব্যস্ততার কারণে অনেক সময় বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত থাকে। এ দিন কিছুটা হলেও মনের খোরাক পূরণ করতে একত্রিত হয়েছিলেন তারা। প্রাচীন ব্রহ্মপুত্রের দু-পাশে সবুজ শ্যামল দৃশ্য অবলোকন করেন তারা। ময়মনসিংহ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীনের সভাপতিত্বে প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
[৫] এসময় উপস্থিত ছিলেন- ত্রিশাল উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জীবন, ফুলবাড়ীয়া প্রতিনিধি আশরাফুল ইসলাম, ধোবাউড়া প্রতিনিধি মো. ফজলুল হক, মুক্তাগাছা প্রতিনিধি মো. হজরত আলী, সাংবাদিক রবিউল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। সম্পাদনা: জেরিন আহমেদ