শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজি-ইস্তাম্বুল ফুটবল ম্যাচে বর্ণবাদ ইস্যুতে তুরস্কের প্রসিডেন্ট এরদোয়ানের নিন্দা

স্পোর্টস ডেস্ক: [২] রেফারির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে স্থগিত করা হয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইস্তাম্বুল বাসাকসেহির ম্যাচটি। বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান।

[৩] মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচে মাঠে নেমেছিল দল দুটি। প্যারিসে যখন ম্যাচটি চলছিল তখন ফোর্থ অফিসিয়ালের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় তুর্কি দলটির ম্যানেজমেন্ট। এক পর্যায়ে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বরত সেবাস্তিায়ান কলতেসকু মাঠে থাকা রেফারি ওভিডিউ হেতেগানকে ইস্তাম্বুলের সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দিতে বলেন।

[৪] ঠিক ওই সময় সাইড বেঞ্চে বসা বাসাকসেহিরের সেনেগালিস স্ট্রাইকার তেড়ে আসেন। তিনি অভিযোগ করে বলেন, ক্যামেরুনের সাবেক ফুটবলার ওয়েবোকে ‘নিগরো’ বলে সম্বোধন করেছেন রোমানিয়ান রেফারি কলতেসকু।

[৫] খেলা থামার পর বল আর মাঠে গড়ায়নি। ২৩ মিনিটের মাথায় দুই দলই মাঠ ছাড়ে। বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়ে উয়েফা কর্তৃপক্ষ বলেছে, একই মাঠে বুধবার আবারও নতুন করে খেলা শুরু হবে।

[৬] বেশ কয়েক মাস ধরে ফ্রান্সের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন চলছে তুরস্কর। এমন পরিস্থিতিতে পিএসজির ঘরের মাঠে এমন বর্ণবৈষম্যমূলক আচরণের পরই প্রতিক্রিয়া দেখালেন তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান।

[৭] টুইট পোস্টে তিনি বলেন, বাসাকসেহির সহকারী কোচ পিয়েরে ওয়েবোর সঙ্গে বর্ণবাদ মূলক আচরণে তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি উয়েফা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। আমরা নিঃশর্তভাবে খেলাধুলাসহ সব ক্ষেত্রে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়