শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাসিক হোটেলে জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

বিনোদন ডেস্ক: হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ভি জে চিত্রার মরদেহ। বুধবার (৯ ডিসেম্বর) সকালে চেন্নাইয়ের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তামিল ইন্ডাস্ট্রিতে।

এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে। সূত্রের খবর, সকালে হোটেলের কক্ষে চিত্রার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন হোটেলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে এটি হত্যা না আত্মহত্যা- তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। হোটেল কর্মীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটের দিকে হোটেলে আসেন চিত্রা। ইভিপি ফিল্মসিটি থেকে শুটিং শেষ করে হোটেলে আসেন তিনি। হোটেলে হবু স্বামী হেমন্তের সঙ্গে রুমটি বুক করেছিলেন এ অভিনেত্রী।

গণমাধ্যমকে হেমন্ত জানান, রুমে ফিরেই গোসল করতে যান চিত্রা। অনেক সময় পার হওয়ার পরও গোসলখানা থেকে না আসায় সন্দেহ জাগে হেমন্তের মনে। দরজায় কড়া নাড়েন তিনি। সাড়া না পেয়ে ডেকে আনেন হোটেল কর্মীদের। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতে অভিনেত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা।

মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন চিত্রা। মৃত্যুর খবরে তার ভক্তদের মনে জাগছে না প্রশ্ন। তাকে খুন করা হয়েছে বলে টুইটারে লিখেছেন তার ভক্তদের অনেকে। কেউ কেউ দাবি তুলেছেন, দ্রুত তার মৃত্যু রহস্য উদঘাটন করার।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়