এম.ইউছুপ রেজা: [২] চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
[৩] গ্রেফতারকৃরা হলো- মো. শাহ আলম (১৯), মো. আমিনুল ইসলাম তুহিন (২০), মো. মোবারক হোসেন (১৯), মো. মোবারক হোসেন শাকিল (১৯) ও মো. আমির হোসেন (২০)।
[৪] পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম বলেন, দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মাহাবুব নামে যুবক খুনের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
[৫] রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুবকে ছুরিকাঘাতে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত মোহাম্মদ মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে। সম্পাদনা: সাদেক আলী