আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে চাঞ্চল্যকর সাদেক আলী মাস্টার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুকুল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মুকুল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসাবাজ গ্রামের সাহাদত হোসেনের ছেলে। গত (৬ ডিসেম্বর) রোববার রাতে চট্রগ্রামের উদ্দেশ্যে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতাার করে আদমদীঘি থানার উপ-পরিদর্শক সোলায়মান আলী।
[৩] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, বিগত ২০০০ সালে আদমদীঘির চকসাবাজ গ্রামের স্কুল শিক্ষক সাদেক আলীকে জমিজমা সংক্রান্ত বিরোধে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
[৪] এই মামলায় আদালত কর্তৃক আসামী মুকুলকে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদাণ করেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল। গত রোববার রাতে আসামি মুকুল হোসেন পালানোর চেস্টা কালে গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী