শিরোনাম
◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোচিং ছেড়ে আবার খেলায় ফিরলেন দক্ষিণ আফ্রিকার বোথা

স্পোর্টস ডেস্ক : [২] দুই বছর আগে ক্রিকেটের ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। দক্ষিণ আফ্রিকান অফ স্পিনিং অলরাউন্ডার ইয়োফান বোথা বনে গিয়েছিলেন পুরোপুরি কোচ। আচমকা কোচিং ছেড়ে ফের মাঠে ফিরতে চলেছেন তিনি।

[৩] বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে চুক্তি করেছেন ৩৮ বছর বয়েসী বোথা। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের বদলে তাকে দলে ভিড়িয়েছে দলটি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় পেইনকে এই মৌসুমে পাচ্ছে না হোবার্ট। তার অভাব পূরণ করবেন দুই বছর আগে সব ধরণের ক্রিকেট ছেড়ে দেওয়া একজন।

[৪] দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বোথা শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সেই ২০১২ সালে। তবে ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পাওয়া গিয়েছিল আরও বছর আটেক। ২০১৯ সালের শুরুতে হোবার্টের হয়েই শেষবার মাঠে নামেন তিনি।

[৫] দক্ষিণ আফ্রিকা ছেড়ে অনেকদিন আগেই অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন। কোচিংও করান সেখানে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগেও কোচিংয়ের জন্য ছুটতে দেখা যায় তাকে।

[৬] ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইটে বোথা জানান তার আচমকা ক্রিকেটে ফেরার কারণ, তাসমানিয়ার সহকারি কোচ বেন রোরা আমাকে এটা নিয়ে ভাবতে বলে। খেলায় আবার নামতে পারি কিনা জিজ্ঞেস করে। পরে আমি সত্যিই এটা নিয়ে ভাবতে থাকি। আমার বয়েসী, আমার সময়ের অনেকেই আইপিএল ও বিভিন্ন জায়গায় খেলতে দেখে মিস করতে থাকি দিনগুলো।

[৭] এভাবেই ভাবনা এগিয়েছে ইতিবাচক পথে। হোবার্টার প্রধান কোচ অ্যাডাম গ্রিফিথও তাকে দিয়েছেন সায়। বোথা তাই প্রস্তুত হচ্ছেন মাঠে নামার। সবার আগে চলছে তার শারীরিক ফিটনেসের কাজ। - ডেইলিস্টার/ ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়