নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হানিফ গাজী (৪৬) ও মো. ইয়াছিন মোল্লা ওরফে আব্দুল হান্নান (৫৩)। তাদের কাছ থেকে ২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।