স্পোর্টস ডেস্ক : [২] শুক্রবার (৪ডিসেম্বর) বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতারের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন স্পেন জাতীয় দলের সাবেক ভেলোয়ার এবং বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। যিনি কাতারের ক্লাব আল সাদ এসসির প্রধান কোচ।
[৩] ২০১৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত এই আল সাদেই খেলেছেন জাভি। এরপর কোচ হিসেবে দায়িত্ব নেন। তবে মাঠে জাভির চোখে লেগে থাকার মতো কিছু করতে পারেনি জামাল ভূঁইয়ারা। ম্যাচটা হেরেছে ০-৫ গোলে।