শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে চাকুরীর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় কিশোরী (১৯) কে চাকুরীর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃত আবু হানিফ (২৮) গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার মৃত আনছার আলীর ছেলে। বুধবার রাতে নগরীর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৩] র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আবু হানিফ পেশায় একজন গ্যারেজ মেকানিক। গত সাত মাস পূর্বে সে ভিকটিমকে বাংলাদেশ সিভিল এভিয়েশনে চাকুরী দেয়ার কথা বলে সু-সম্পর্ক গড়ে তুলে। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধর্ষক আবু হানিফ ভিকটিমকে প্রাণনাশের হুমকিও দেয়। একপর্যায়ে ভিকটিম কোন উপায় না পেয়ে র‌্যাবের দপ্তরে অভিযোগ দেয়।

[৪] অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আবু হানিফ ঘটনার ধর্ষণের বিষয়ে স্বীকার করে নিজেদের মুখে বর্ণনা দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়