শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে চাকুরীর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় কিশোরী (১৯) কে চাকুরীর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃত আবু হানিফ (২৮) গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার মৃত আনছার আলীর ছেলে। বুধবার রাতে নগরীর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৩] র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আবু হানিফ পেশায় একজন গ্যারেজ মেকানিক। গত সাত মাস পূর্বে সে ভিকটিমকে বাংলাদেশ সিভিল এভিয়েশনে চাকুরী দেয়ার কথা বলে সু-সম্পর্ক গড়ে তুলে। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধর্ষক আবু হানিফ ভিকটিমকে প্রাণনাশের হুমকিও দেয়। একপর্যায়ে ভিকটিম কোন উপায় না পেয়ে র‌্যাবের দপ্তরে অভিযোগ দেয়।

[৪] অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আবু হানিফ ঘটনার ধর্ষণের বিষয়ে স্বীকার করে নিজেদের মুখে বর্ণনা দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়