শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে চাকুরীর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় কিশোরী (১৯) কে চাকুরীর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃত আবু হানিফ (২৮) গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার মৃত আনছার আলীর ছেলে। বুধবার রাতে নগরীর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৩] র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আবু হানিফ পেশায় একজন গ্যারেজ মেকানিক। গত সাত মাস পূর্বে সে ভিকটিমকে বাংলাদেশ সিভিল এভিয়েশনে চাকুরী দেয়ার কথা বলে সু-সম্পর্ক গড়ে তুলে। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধর্ষক আবু হানিফ ভিকটিমকে প্রাণনাশের হুমকিও দেয়। একপর্যায়ে ভিকটিম কোন উপায় না পেয়ে র‌্যাবের দপ্তরে অভিযোগ দেয়।

[৪] অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আবু হানিফ ঘটনার ধর্ষণের বিষয়ে স্বীকার করে নিজেদের মুখে বর্ণনা দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়