শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বন্ধ করতে বললো তিন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা

লিহান লিমা: [২] আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও রিফিউজি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার নিজনিজ বিবৃতিতে কক্সবাজারের আশ্রয়শিবিরে অবস্থান করা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা থেকে বিরত থাকতে বাংলাদেশকে আহ্বান জানায়।

[৩]অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক প্রচারক সাদ হামাদি এক বিবৃতিতে বলেন,‘রোহিঙ্গাদের পূর্ণ সম্মতি ছাড়া এবং তাদেরকে বিষয়টি সম্পূর্ণভাবে অবহিত না করে তাদের সঙ্গে কোনো আলোচনায় না বসে ভাসানচর বা অন্য কোনো স্থানে স্থানান্তর পরিকল্পনা করা যায় না। কর্তৃপক্ষের অতিসত্ত্বর এই কার্যক্রম বাতিল করা উচিত।’ তিনি আরো বলেন, ‘ভাসানচরে পূর্ব অনুমতি ব্যতিত কোনো মানবাধিকার সংস্থা বা সাংবাদিক প্রবেশ করতে পারেন না, বিষয়টি মানবাধিকারের জন্য উদ্বেগের। জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলোর ভাসানচরের পরিস্থিতি সম্পর্কে পূর্ণ স্বাধীন পর্যবেক্ষণের পরই স্থানান্তরের প্রক্রিয়ার বিষয়ে ভাবা উচিত।’ অ্যামনেস্টির দাবি, কিছু রোহিঙ্গা শরণার্থী ইতোমধ্যেই ভাসানচর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন এটি তাদের নিজ পরিবার ও সম্প্রদায় থেকে আলাদা করে দেবে।

[৪]হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক নির্বাহী ব্র্যাড অ্যাডামস বলেন, ‘মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা পূর্ণ সবুজ সংকেত না দেয়া পর্যন্ত বাংলাদেশ সরকার জাতিসংঘের কাছে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর না করার অঙ্গীকার করেছিলো। যদি সরকার ভাসানচরের বাসযোগ্যতা সম্পর্কে সত্যিকারভাবেই নিশ্চিত থাকে তবে কর্তৃপক্ষের উচিত স্বচ্ছ্ব থাকা ও তাড়াহুড়ো না করা।’

[৫]রিফিউজি ইন্টারন্যাশনালের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ আইনজীবী ড্যানিয়েল সুলিভান রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনাকে ‘অ-দূরদর্শী ও অমানবিক পদক্ষেপ’ বলে মন্তব্য করেন। সংস্থাটি ভাসানচরকে ‘গণআটককেন্দ্র’ বলে অভিহিত করে জানায়, এই দ্বীপে রোহিঙ্গাদের সাইক্লোনসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়ার বড় ধরনের আশঙ্কা রয়েছে।

[৬]এদিকে জাতিসংঘ বলেছে তারা সরাসরি রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে যুক্ত নয় কিন্তু সরকারের অনুমতি পেলে নিরাপদ স্থানান্তর প্রক্রিয়ায় অংশ নিতে চায়। ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসজি তিরিংক বলেছেন, ভাসানচরে জাতিসংংঘের পূর্ণ প্রবেশাধিকার ব্যতীত স্থানান্তর নিয়ে কোনো মন্তব্য করবে না তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়