শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম ধাপের করোনার টিকা পাবেন স্বাস্থ্যকর্মী ও আশ্রমের স্থায়ী বাসিন্দারা: মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর (সিডিসি) করোনার প্রথম ধাপের টিকা স্বাস্থ্যকর্মী, নার্সিং হোম এবং কেয়ার হোমগুলোর কর্মী ও স্থায়ী বাসিন্দাদের দেয়ার সুপারিশ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার সিডিসির পরামর্শক বোর্ডের সদস্যগণ করোনার টিকার প্রথম ধাপের বণ্টন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনায় ভোট দেন। সিএনএন

[৩]কমিটির চেয়ারম্যান ডাক্তার জোশ রোমেরিও বলেন, ‘স্বাস্থ্য, চিকিৎসা ও ব্যক্তিগত সেবাখাতের কর্মীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।’

[৪]যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আড়াই লাখের বেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৪০ভাগই নার্সিং হোম ও কেয়ার হোম গুলোর কর্মী ও বাসিন্দা। সিডিসির সদস্য সারা অলিভার জানান, স্থায়ী কেয়ার হোমগুলোর প্রায় ১ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তাদের সুরক্ষা সর্বাগ্রে নিশ্চিত করা প্রয়োজন।

[৫]যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ২ লাখ ৪০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৮৫৮জন।

[৬]মার্কিন ফার্মা ফাইজার ও মর্ডানার টিকা ৯৫ শতাংশ কার্যকরী প্রমাণিত হওয়ায় কোম্পানিগুলো দেশটির খাদ্য ও ঔষধ সংস্থার (এফডিএ) কাছে অনুমোদন চেয়েছে। টিকার অনুমোদন নিয়ে আলোচনা করতে আগামী ১০ ডিসেম্বর জরুরী বৈঠক ডেকেছে এফডিএ। মার্কিন প্রশাসন বলেছে, যদি ফাইজার ও মর্ডানার টিকা অনুমোদন পায় তবে ডিসেম্বরে শেষ নাগাদ ৪ কোটি ডোজ টিকা প্রস্তুত হয়ে যাবে। তবে এই টিকাগুলো ৫০ লাখ থেকে ১ কোটি ডোজ করে প্রতি সপ্তাহে বের হবে এবং ধাপে ধাপে সরবরাহ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়