শিরোনাম
◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার ◈ নির্বাচনের আগে ঢাকা-১০সহ তিন আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা? ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ভিড়: সোয়া ১০ হাজার পদের জন্য আবেদন বাড়তে পারে সাড়ে ৭ লাখে ◈ ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরে এক নববধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাকিবুল ইসলাম: [২] লক্ষ্মীপুরের রায়পুরে সাথী আক্তার (২০) নামের এক নববধুর লাশ শশুর বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সোনাপুর ইউপির ৮নং ওয়ার্ডের বাসিন্দা কামরুলের (২৩) স্ত্রী। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধায় সোনাপুর গ্রাম থেকে তার ঘরের আড়ার সাথে ঝুলন্ত রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

[৩] বুধবার সকালে (০২ ডিসেম্বর) গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে বলেন ওসি। ঘটনার পর থেকে রাজমিস্ত্রি স্বামী কামরুল পলাতক রয়েছে।

[৪] বাক প্রতিবন্ধী সাথীর বাবা সৈয়দ আহাম্মদ ও গ্রামবাসী জানান, গত দুই মাস আগে পারিবারিকভাবে সাথীকে বিয়ে করেন সোনাপুর গ্রামের সেলিমের ছেলে রাজমিস্ত্রি কামরুল। বিয়ের কয়েকদিন পর থেকে সাথীকে টাকার জন্য বেদম মারধর করতো কামরুল। এতে অসহ্য হয়ে সাথীর বাবা কামরুলের বিরুদ্ধে তার অভিভাবকের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি।

[৫] সন্ধায় স্বামী ও স্ত্রী’র মধ্যে প্রচন্ড-ঝগড়া হয়। এক পর্যায়ে সাথীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্নহত্যার প্রচার করে তার অভিভাবকদের খবর পাঠায় কামরুল। সাথীর মরদেহে নাকে ও মুখে শক্ত ও জামা ছেঁড়া অবস্থায় দেখেছেন বলে সাথীর অভিভাবকদের অভিযোগ।

[৬] এঘটনায় অভিযুক্ত রাজমিস্তী কামরুল মোবাইলে বলেন, তার স্ত্রী’র সাথে ঝগড়া হয়েছে। এতেই সাথী ক্ষুদ্ধ হয়ে নীজের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। তাকে কোন নির্যাতন করা হয়নি বলেও সে দাবি করেছেন।

[৭] রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, নববিবাহিত গৃহবধু সাথী আক্তারের লাশ তার শশুর বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ইউডি মামলা হয়েছে। রিপোট আসলে আইনি ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়