শিরোনাম

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পচা খাবার দিয়ে সৌরবিদ্যুৎ

ডেস্ক রিপোর্ট: পচা ফল ও সবজি থেকে কণা সংগ্রহ করে রজনের স্তরে ডুবিয়ে সোলার প্যানেল তৈরি করেছে কার্ভি এহরান মেইগ। সে প্যানেলগুলো জানালা কিংবা ভবনের দেয়ালে লাগিয়ে দিলে সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে বিদ্যুতে রূপান্তর করবে। সম্প্রতি এ উদ্ভাবনের জন্য ফিলিপাইনের মাপুয়া ইউনিভার্সিটি ম্যানিলার এ শিক্ষার্থী পেয়েছেন জেমস ডাইসন অ্যাওয়ার্ড ফর গ্লোবাল সাসটেইনেবিলিটি।

বিশ্বব্যাপী ৩০টির বেশি দেশের প্রকৌশলীদের মধ্যে প্রতিযোগিতা শেষে জেমস ডাইসন অ্যাওয়ার্ড দেয় দ্য জেমস ডাইসন ফাউন্ডেশন। এ বছর প্রথমবারের মতো দেওয়া হলো গ্লোবাল সাসটেইনেবিলিটি বা বৈশ্বিক স্থায়িত্ব বিভাগে। ১ হাজার ৮০০টির বেশি জমা পড়া প্রকল্প থেকে কার্ভির ‘অরিয়াস’ নামে প্রকল্প বেছে নেন বিচারকরা।

যার নামে পুরস্কার দেওয়া হয়, সেই জেমস ডাইসন স্বয়ং বলেছেন, অরিয়াস খুবই চমৎকার। কারণ এটি নষ্ট ফসলের স্থায়ী ব্যবহার নিশ্চিত করবে। আমি কার্ভির সমাধান এবং সংকল্পে বিশেষভাবে মুগ্ধ।

সাধারণ সোলার প্যানেলের সঙ্গে এর পার্থক্য হলো, কার্ভির তৈরি প্যানেলগুলো সূর্যতাপ না পেলেও কাজ করে। পুরস্কারের অংশ হিসেবে কার্ভি পাচ্ছেন প্রায় ৪০ হাজার ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়