মোহাম্মাদ এ আরাফাত: ধর্ষণ প্রশ্নে আমাদের অবস্থান সার্বজনীন। আওয়ামী লীগেীর কেউ অপরাধ করলেও আমি স্ট্যাটাস দিয়েছি। আমি এবং আমরা সুবর্ণচর, সিলেট ও নোয়াখালীর ঘটনার ধর্ষক পশুদের বিপক্ষে অবস্থান নিয়েছি। ধর্ষকদের ছবিসহ পোস্ট দিয়েছি। নারী ও শিশু নিপীড়নের প্রশ্নে আমাদের কোনো রাজনৈতিক অন্ধত্ব নেই। আমরা সকল ধর্ষকের বিরুদ্ধে,সকল নিপীড়িত শিশু ও নারীর পক্ষে। আমরা সকল ধর্ষণের বিচার চাই,সকল ধর্ষকের সাজা চাই।
অন্যদিকে, ঐক্যফ্রন্ট, চৈনিক বাম ও ছাত্র অধিকার পরিষদের নেতারা ধর্ষণ বিরোধী আন্দোলন করে অথচ মাদ্রাসাগুলোতে শিশু ধর্ষণ নিয়ে একটি কথাও উচ্চারণ করে না। কিছু সুশীল ও জামায়াত-বিএনপিপন্থী তথাকথিত বুদ্ধিজীবীদের ধর্ষণ বিরোধী বক্তব্যের ফুলঝুরি দেখা যায় কিন্তু শুধু ছাত্রলীগের কতিপয় বিপথগামীদের ক্ষেত্রে। সংকীর্ণ ও নির্লজ্জ দলীয় রাজনীতির কারণে মাদ্রাসাগুলোতে নারী ও শিশু ধর্ষণ নিয়ে এসব ভণ্ড বুদ্ধিজীবীদের মুখ বন্ধ থাকে। ফেসবুক থেকে