রফিকুল ইসলাম: [২] গাইবান্ধা জেলা প্রশাসন এর উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষন কর্মশালা গতকাল রোববার সার্কিট হাউস হল রুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মশালার উদে¦াধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
[৩] প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোছা. রোখছানা বেগম, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউট এর উপ পরিচালক মো. আবদুল খালেক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম, জেলা এলজিসি কো-অডিনেটর মো. আবদুল হালিম প্রমুখ।
[৪] জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন- বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। শিশুদের সুরক্ষার জন্য সমন্বিত উদ্যাগের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। তিনি শিশুদের মানসিক বিকাশে নিরাপদ পুষ্টি সম্মত খাদ্য ও স্বাস্থ্য পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন। তিনি জন্ম নিবন্ধন শতভাগ বাস্তবায়ন করার জন্য আহবান জানান। কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ওমিডিয়া প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সম্পাদনা: সাদেক আলী