শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলাভেসের কাছে হেরেই গেলো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] ইন্টার মিলানের মতো একটি শক্তিশালী দলকে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে রিয়াল মাদ্রিদ ছন্দে ফেরার আভাস দিলেও লা লিগায় তা কাজে আসেনি। তাদের দুর্বল পারফরমেন্সে লা লিগার ম্যাচ জিতলো আলাভেস।

[৩] আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে আক্রমণাত্মক খেলে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে আলাভেস। লুকাস পেরেসের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু। শেষ দিকে ব্যবধান কমান কাসেমিরো। লা লিগায় শেষ তিন ম্যাচের দুটিতে হারলো শিরোপাধারীরা, অন্যটি ড্র। অন্যদিকে, দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে উঠে আসা আলাভেস শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। এর মাঝে তারা ড্র করেছে আরেক পরাশক্তি বার্সেলোনার সঙ্গে।

[৪] শেষ পাঁচ রাউন্ডে মাত্র দুটিতে জেতা রিয়াল শুরুতেই পিছিয়ে পড়ে। ম্যাচের প্রথম উল্লেখযোগ্য আক্রমণে আলাভেসের ভিক্তর লাগুয়ারদিয়ার হেডে বল ডি-বক্সে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জোরালো স্পট কিকে গোলটি করেন পেরেস। রিয়ালের কোর্তোয়ার অমার্জনীয় ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ২-০ করে আলাভেস।

[৫] শেষ দিকে অবশেষে গোলের দেখা পায় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের শট গোলরক্ষক কোনোমতে ঠেকানোর পর আলগা বল খুব কাছ থেকে জালে ঠেলে দেন কাসেমিরো। ১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। আলাভেসের ১১ ম্যাচে পয়েন্ট ১৩। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ। - গোল ডটকম/ মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়