শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি খুঁড়লেই ‘হীরা’, এলাকাজুড়ে তোলপাড়!

সাজিয়া আক্তার : মাটি খুঁড়লেই হীরা মিলছে- এমন খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে একটি গ্রামে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‌‘হীরক ভাণ্ডার’ মেলার এই আজগুবি ঘটনা ঘটেছে ভারতের উত্তর-পূর্বের নাগাল্যান্ডের মন জেলার ওয়ানচিং গ্রামে।

চলতি সপ্তাহের শুরুতে গ্রামটির টিলার জঙ্গল পরিষ্কারের সময় মাটি খোঁড়া হলে বেশ কিছু স্ফটিক টুকরো পান স্থানীয়রা। টুকরোগুলো হীরার মতো হওয়ায় বিষয়টি মুখে মুখে চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হলে স্থানীয়রা নানা সরঞ্জাম নিয়ে টিলার জঙ্গল পরিষ্কারে নেমে পড়েন। সেই ছবি কেউ কেউ সামাজিকমাধ্যমে আপলোড করে পোস্ট দিলে তা ভাইরাল হয়।

মাটি খুঁড়ে হীরার মতো গুপ্তধনের সন্ধানে অনেকেই ওয়ানচিং গ্রামে ভিড় জমান। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় গ্রাম পঞ্চায়েত। সামাজিকমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দেয়ার ওপরও বিধি-নিষেধ আরোপ করা হয়।

এদিকে, বিষয়টি জানার পর উদ্ধার হওয়া স্ফটিকগুলো হীরা কি না, তা পরীক্ষা করতে ওয়ানচিং গ্রামে যাচ্ছেন চার জন ভূ-তাত্ত্বিক। শুক্রবার (২৭ নভেম্বর) তারা রওয়ানা হলেও ১ ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বিষয়টি খোলাসা হতে। সরেজমিন তদন্ত করে বিশেষজ্ঞরা প্রতিবেদন জমা দিবেন রাজ্য সরকারের কাছে।

নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ববিদ অধ্যাপক জি টি থং জানান, এগুলো সাধারণ কোয়ার্টজ স্ফটিক হতে পারে। এ ধরনের টুকরো রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়ই পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়