শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি খুঁড়লেই ‘হীরা’, এলাকাজুড়ে তোলপাড়!

সাজিয়া আক্তার : মাটি খুঁড়লেই হীরা মিলছে- এমন খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে একটি গ্রামে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‌‘হীরক ভাণ্ডার’ মেলার এই আজগুবি ঘটনা ঘটেছে ভারতের উত্তর-পূর্বের নাগাল্যান্ডের মন জেলার ওয়ানচিং গ্রামে।

চলতি সপ্তাহের শুরুতে গ্রামটির টিলার জঙ্গল পরিষ্কারের সময় মাটি খোঁড়া হলে বেশ কিছু স্ফটিক টুকরো পান স্থানীয়রা। টুকরোগুলো হীরার মতো হওয়ায় বিষয়টি মুখে মুখে চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হলে স্থানীয়রা নানা সরঞ্জাম নিয়ে টিলার জঙ্গল পরিষ্কারে নেমে পড়েন। সেই ছবি কেউ কেউ সামাজিকমাধ্যমে আপলোড করে পোস্ট দিলে তা ভাইরাল হয়।

মাটি খুঁড়ে হীরার মতো গুপ্তধনের সন্ধানে অনেকেই ওয়ানচিং গ্রামে ভিড় জমান। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় গ্রাম পঞ্চায়েত। সামাজিকমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দেয়ার ওপরও বিধি-নিষেধ আরোপ করা হয়।

এদিকে, বিষয়টি জানার পর উদ্ধার হওয়া স্ফটিকগুলো হীরা কি না, তা পরীক্ষা করতে ওয়ানচিং গ্রামে যাচ্ছেন চার জন ভূ-তাত্ত্বিক। শুক্রবার (২৭ নভেম্বর) তারা রওয়ানা হলেও ১ ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বিষয়টি খোলাসা হতে। সরেজমিন তদন্ত করে বিশেষজ্ঞরা প্রতিবেদন জমা দিবেন রাজ্য সরকারের কাছে।

নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ববিদ অধ্যাপক জি টি থং জানান, এগুলো সাধারণ কোয়ার্টজ স্ফটিক হতে পারে। এ ধরনের টুকরো রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়ই পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়