শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর জন্মভূমিতে সাঁতারের বর্ণাঢ্য ফাইনাল, চ্যাম্পিয়ন ফয়সাল ও নাঈমা

ইসমাঈল ইমু : [২] গোপালগঞ্জের মধুমতিতে নদীতে অনুষ্ঠিত ২৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর নাঈম আক্তার। দীর্ঘ ১০ কিলোমিটার দুরত্ব পাড়ি দিতে ফয়সার আহমেদ সময় নিয়েছেন ১ঘণ্টা ১ মিনিট ২৪ সেকেন্ড। ১ঘণ্টা ৩মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আরেক সদস্য জুয়েল আহমেদ। তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া (১ঘণ্টা ৪ মিনিট ৪ সেকেন্ড)।

[৩] মেয়েদের চ্যাম্পিয়ন নাঈমা আক্তার ৮ কিলোমিটার পাড়ি দিতে সময় নিয়েছেন ৪৬মিনিট ৯ সেকেন্ড। ৪৭মিনিট ৪৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর জুলি আক্তার। তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর সবুরা খাতুন।

[৪] বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল গোপালগঞ্জের শেখ মনি অডিটরিয়ামে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নৌবাহিনীর রিয়াল এডমিরাল মুসা প্রমুখ।

[৫] গত ২০ নভেম্বর শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তের সাতারুদের মধ্য থেকে ৭জন করে পুরুষ ও নারী সাতারু ফাইনাল রাউন্ডে সুযোগ পায়। তাদেরকে নিয়েই মধুমতি নদীতে আয়োজন করা হয় ফাইনাল রাউন্ড।

[৬] শুক্রবার সমাপনী অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান বলেন, প্রান্তিক পর্যায়ে আমাদের অনেক প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এই বাংলাদেশে মানুষ ছোটবেলা থেকেই এক একজন সাঁতারু। সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই আমাদের উদ্যোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়