রাজু চৌধুরী : [২] নগরীতে স্বর্ণ চোরাচালানকারী চক্রের একটি চালান ঢাকা পাচারের সময় তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম। হাজারী লেইন ভিত্তিক স্বর্ণ চোরাচালানকারী চক্রের সদস্য উত্তম সেন (৩৫) নামের পাচারকারী থেকে উদ্ধারকৃত ১৪টি বারে ২২১ ভরি স্বর্ণ রয়েছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা।
[৩] শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার রাতে আমাদের টহল টিম ১৪টি স্বর্ণের বারসহ উত্তম সেন নামের এক ব্যক্তিকে আটক করে, জিজ্ঞাসাবাদে তিনি জানান এসব স্বর্ণ চোরাচালানীর মাধ্যমে বিদেশ থেকে চট্টগ্রাম আনা হয়েছে।
[৪] ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম নিজেকে স্বর্ণের বাহক বলে স্বীকার করেছে এবং অবৈধ এসব স্বর্ণের প্রকৃত মালিক হাজারী গলির এসএন শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী সনজিৎ ধর। সনজিৎ পটিয়ার গোবিন্দারখীল রাখাল বাবুর বাড়ির শিবু ধরের ছেলে।আর আটককৃত উত্তম সেন (৩৫) পটিয়ার ব্রাহ্মণঘাটা সেনবাড়ীর মৃত মানিক সেনের পুত্র।
[৫] ওসি মহসীন আরও জানান, ‘আটককৃত উত্তম সেন ও পলাতক সনজিৎ ধর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আটক উত্তম সেনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং সনজিৎ ধরকে আটকে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
[৬] উল্ল্যেখ্য, গত ১০ নভেম্বর আটটি স্বর্ণের বারসহ জোসেফ উদ্দিন রুমন নামের এক যুবককে আটক করেছিল কোতোয়ালী থানা পুলিশ। সেই সময় তার থেকেও উদ্ধার করা হয়েছিল ২২১ ভরি স্বর্ণ।