শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনগামী ফারহানজাহাজ সাড়ে ৫শতাধিক পর্যটক নিয়ে ডুবোচরে আটকা

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এমভি ফারহানক্রুজ জাহাজ ৪ ঘন্টা ধরে সাগরের ডুবোচরে আটকা পড়েছে। ওই জাহাজে সাড়ে ৫ শতাধিকেরও বেশি পযর্টক রয়েছে যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি। টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

[৩] বৃহস্পতিবার (২৬ নভেম্বর)সকাল ১০টার দিকে টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্য যাত্রা করে জাহাজটি। পথে মিয়ানমার সীমান্তবর্তি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে আটকা পড়ে জাহাজটি। জাহাজে থাকা পর্যটকদের মধ্যে কান্নার রোল পড়ে যায় বলে জানা গেছে।

[৪] এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল বলেন, জাহাজ আটকা পড়ার খবর পেয়েছি।জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পযর্টকদের ১০টি বিশেষ বোটে সাগরের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়। সাড়ে চার ঘন্টা পর জাহাজটি সচল হয়ে পুনরায় সেন্টমার্টিন ঘাটে এসে পৌঁছায়।

[৫] জাহাজটি বিকাল সাড়ে ৪টার দিকে আনুমানিক ৪৫০ জন পর্যটক নিয়ে পুনরায় টেকনাফের দমদমিয়া জেটিঘাঁটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[৬] এ ব্যাপারে এমভি ফারহানক্রুজ জাহাজের ব্যবস্থাপক সোহেলের মুঠোফোনে (০১৩১৬৭৭৫২৩৩) নম্বরে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়