শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনগামী ফারহানজাহাজ সাড়ে ৫শতাধিক পর্যটক নিয়ে ডুবোচরে আটকা

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এমভি ফারহানক্রুজ জাহাজ ৪ ঘন্টা ধরে সাগরের ডুবোচরে আটকা পড়েছে। ওই জাহাজে সাড়ে ৫ শতাধিকেরও বেশি পযর্টক রয়েছে যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি। টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

[৩] বৃহস্পতিবার (২৬ নভেম্বর)সকাল ১০টার দিকে টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্য যাত্রা করে জাহাজটি। পথে মিয়ানমার সীমান্তবর্তি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে আটকা পড়ে জাহাজটি। জাহাজে থাকা পর্যটকদের মধ্যে কান্নার রোল পড়ে যায় বলে জানা গেছে।

[৪] এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল বলেন, জাহাজ আটকা পড়ার খবর পেয়েছি।জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পযর্টকদের ১০টি বিশেষ বোটে সাগরের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়। সাড়ে চার ঘন্টা পর জাহাজটি সচল হয়ে পুনরায় সেন্টমার্টিন ঘাটে এসে পৌঁছায়।

[৫] জাহাজটি বিকাল সাড়ে ৪টার দিকে আনুমানিক ৪৫০ জন পর্যটক নিয়ে পুনরায় টেকনাফের দমদমিয়া জেটিঘাঁটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[৬] এ ব্যাপারে এমভি ফারহানক্রুজ জাহাজের ব্যবস্থাপক সোহেলের মুঠোফোনে (০১৩১৬৭৭৫২৩৩) নম্বরে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়