শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৩ প্রতারক আটক

সুজন কৈরী : [২] গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৩ জন প্রতারককে আটক করেছে র‌্যাব-৪। সেইসঙ্গে চাকরিপ্রার্থী ১৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

[৩] র‌্যাব জানায়, গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ‘প্রাইড সিকিউরিটি সার্ভিস’ নামক একটি ভুয়া কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলো। গোপন তথ্যে মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের শাখা অফিসে অভিযান চালিয়ে ভুক্তভোগী ১৮ জনকে উদ্ধার ও প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন- মাসুদুর রহমান (৪৮), মাসুদ রানা অপূর্ব (৩২), ও মো. আবুল কালাম আজাদ মিঠু (৩৯)। তাদের কাছ থেকে ১২টি রেজিস্টার খাতা, ৫০টি ভুক্তভোগীদের সিভি, ১১টি পরিচয়পত্র, ৮ হাজার ৮৮০ টাকা, ১৫টি ভর্তি ফরম বহি, ৩ সেট ইউনিফর্ম, ২ জোড়া বুট এবং ৩টি অফিস সিল, বেল্ট, সিকিউরিটি ক্যাপ, রিফ্লেক্ট জ্যাকেট জব্দ করা হয়েছে।

[৪] আটকদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, আটকরা ভুয়া অফিস খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের বেকার লোকদের কাছ থেকে ব্যাংক, অফিস, এটিএম বুথ, হাসপাতাল, এসি মার্কেট, চাইনিজ রেস্টুরেন্ট, শো-রুম, এ্যাপার্টমেন্ট হাউজ ও গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি দেয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করছিলেন। এছাড়াও তারা অফিস সুপারভাইজার, সহ-সুপারভাইজার, শো-রুমের গার্ড, চেকার মেয়ে, সাধারণ গার্ড, কেয়ারটেকার, স্পেশাল নিরাপত্তাকর্মী, রিক্রুটিং মেয়ে, পিয়ন ইত্যাদি বিভিন্ন পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সহজ-সরল, অসহায়, বেকার, স্বল্প শিক্ষিত নারী-পুরুষ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রতারিত করে আসছিলেন।

[৫] জিজ্ঞাসাবাদে র‌্যাব আরও জানতে পেরেছে, ভুক্তভোগীদের মধ্যে চাকরিপ্রার্থী গৃহপরিচারিকা, ছাত্র, শ্রমিক, দিন মজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন আছেন। যারা চাকরির জন্যে তাদের টাকা দিয়েছেন এবং ভুক্তভোগীদের থেকে টাকা নেয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতেন, সেসব অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনো কাজের সন্ধান না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদের ভয়-ভীতি দেখিয়ে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দিতেন।

[৬] র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এমন অসাধু চক্রের বিরুদ্ধে ব্যাটালিয়নের জোড়ালো সাঁড়াশি অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়