শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরিফুলের ব্যাটিং তান্ডবে জয় ছিনিয়ে নিল খুলনা

রাহুল রাজ : [২] জয়ের জন্য খুলনার শেষ ওভারে দরকার ছিল ২২ রান। স্ট্রাইকে ছিলেন আরিফুল হক। বোলিং দায়িত্বে মেহেদী মিরাজ। একবল বাকি থাকতেই খুলনা জয় নিজেদের করে নেয়। মিরাজের প্রথম দুই বলে দুই ছক্কায় আরিফ জয়ের আশা জাগিয়ে রাখে।

[৩] তৃতীয় বল ডট চতুর্থ বলে আবার ছক্কা। শেষ দুই বলে দরকার তখন মাত্র চার রান। টি- টোয়েন্টির হিসাবে খুব সহজ। আরিফুল হকের মাথায় ছিল ছক্কার নেশা। পঞ্চম বল উড়িয়ে পাঠিয়ে দেন গ্যালারিতে। এক বল বাকি থাকতেই খুলনা বরিশালের বিপক্ষে জয় তুলে আবারও প্রমাণ করলো ক্রিকেটে শেষ কোন কথা নেই।

[৪] ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে খুলনা। ৪ উইকেটে জিতে খুলনার নামের পাশে ২ পয়েন্ট। ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা আরিফুল হক। জহিরুল ইসলাম অমির ব্যাট থেকে আসে ৩১ রান।

[৫]এর আগে ২৪ অক্টোবর বঙ্গবন্ধু টি-২০ কাপের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ ইমনের ফিফটিতে ভর করে জেমকন খুলনাকে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় ফরচুন বরিশাল।

[৬] ১৯ তম ওভারে শহীদুল ইসলাম ১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। নিজের ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে শহিদুল তুলে নেন ৪ উইকেটে। মূলত খুলনার টাইট বোলিং বরিশালের পক্ষে পারভেজ হোসেন ইমন (৫১) ছাড়া আর কেউ মোকাবেলা করতে পারেন নি।

[৭] অধিনায়ক তামিম ইকবারের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৫ রানের সাদামাটা ইনিংস। খুলনার পক্ষে সাকিব আল হাসান ৩ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ১ টি উইকেট তুলে নিজের কামব্যাককে স্মরনীয় করে রাখলেন।

[৮] বরিশালের পক্ষে তাকসিন ও সুমন ২ টি করে উইকেট নিজেদের নামের পাশে যোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়