ইসমাঈল ইমু: [২] রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বিহারী পট্টির জহুরি মহল্লায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
[৩] এর আগে, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে এ আগুন লাগে।
[৩] ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউল হক বলেন, বিকাল ৪টা ১৫ মিনিটে বিহারী পল্লীতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর দিতে পারেননি এই অপারেটর। আগুনের পরিমাণ অনেক বেশি। ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে। মোট ১০টি ইউনিট কাজ করছে।