শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনকে ‘জিএসএ’র স্বীকৃতি, পরাজয় মেনে নিলেন ট্রাম্প

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টকে স্বীকৃতি দানকারী সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন-‘জিএসএ’ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে ‘সম্ভাব্য বিজয়ী’ হিসেবে ঘোষণা দিয়েছে। সংস্থাটির প্রধান এমিলি মরফি বাইডেনকে লেখা এক চিঠিতে ট্রানজিশন শুরু করার কথা জানিয়েছেন। বাইডেনের প্রচারণা শিবির ট্রানজিশন প্রক্রিয়া চালুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সিএনএন/এপি/গার্ডিয়ান

[৩] মার্কিন গণমাধ্যমগুলো বলছে, নির্বাচনের কয়েক সপ্তাহ পরও বাইডেনকে স্বীকৃতি না দেয়ার ডেমোক্রেট ও কিছু রিপাবলিকানদের কাছ থেকে মরফির ওপর চাপ বাড়ছিলো। তবে বাইডেনকে লেখা চিঠিতে মরফি বলেছেন, তিনি স্বাধীনভাবে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার কাজে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয় নি।

[৪] জিএসএ’র স্বীকৃতির ফলে বাইডেন এখন থেকে প্রেসিডেন্সিয়াল ইন্টিলিজেন্স ব্রিফিংয়ের তথ্য পাবেন এবং ট্রানজিশন প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য এফবিআইসহ অন্যান্য সংস্থা এবং ডাক্তার ফাউসিসহ প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

[৫] ডোনাল্ড ট্রাম্প নিজের প্রতিক্রিয়ায় টুইটারে বলেছেন, ‘প্রটোকল অনুযায়ী যা করণীয় তা করতে আমি মরফি ও তার দলকে নির্দেশ দিয়েছি।’ ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনের ট্রানজিশন টিমকে এতদিন স্বীকৃতি না দেয়ায় মরফিকে হুমকি দেয়া হয়েছে, হয়রানির মুখে পড়তে হয়েছে। এই সময় আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের মামলা চলবে, আমরা লড়াই অব্যাহত রাখবো এবং আমরা বিশ্বাস করি আমরাই জিতবো।

[৬] ইতোমধ্যেই ট্রাম্প গুরুত্বপূর্ণ কয়েক রাজ্যে মামলায় হেরেছেন। শনিবার পেনসেলভেনিয়ার আদালত ট্রাম্পের প্রচারণা শিবিরের মামলা খারিজ করে। সোমবার মিশিগান বাইডেনকে বিজয়ী ঘোষণা দেয়। জর্জিয়া ও উইসকনসিনে ভোট পুর্নগণনা করার আবেদন জানিয়েছে ট্রাম্প শিবির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়