শিরোনাম
◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনকে ‘জিএসএ’র স্বীকৃতি, পরাজয় মেনে নিলেন ট্রাম্প

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টকে স্বীকৃতি দানকারী সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন-‘জিএসএ’ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে ‘সম্ভাব্য বিজয়ী’ হিসেবে ঘোষণা দিয়েছে। সংস্থাটির প্রধান এমিলি মরফি বাইডেনকে লেখা এক চিঠিতে ট্রানজিশন শুরু করার কথা জানিয়েছেন। বাইডেনের প্রচারণা শিবির ট্রানজিশন প্রক্রিয়া চালুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সিএনএন/এপি/গার্ডিয়ান

[৩] মার্কিন গণমাধ্যমগুলো বলছে, নির্বাচনের কয়েক সপ্তাহ পরও বাইডেনকে স্বীকৃতি না দেয়ার ডেমোক্রেট ও কিছু রিপাবলিকানদের কাছ থেকে মরফির ওপর চাপ বাড়ছিলো। তবে বাইডেনকে লেখা চিঠিতে মরফি বলেছেন, তিনি স্বাধীনভাবে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার কাজে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয় নি।

[৪] জিএসএ’র স্বীকৃতির ফলে বাইডেন এখন থেকে প্রেসিডেন্সিয়াল ইন্টিলিজেন্স ব্রিফিংয়ের তথ্য পাবেন এবং ট্রানজিশন প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য এফবিআইসহ অন্যান্য সংস্থা এবং ডাক্তার ফাউসিসহ প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

[৫] ডোনাল্ড ট্রাম্প নিজের প্রতিক্রিয়ায় টুইটারে বলেছেন, ‘প্রটোকল অনুযায়ী যা করণীয় তা করতে আমি মরফি ও তার দলকে নির্দেশ দিয়েছি।’ ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনের ট্রানজিশন টিমকে এতদিন স্বীকৃতি না দেয়ায় মরফিকে হুমকি দেয়া হয়েছে, হয়রানির মুখে পড়তে হয়েছে। এই সময় আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের মামলা চলবে, আমরা লড়াই অব্যাহত রাখবো এবং আমরা বিশ্বাস করি আমরাই জিতবো।

[৬] ইতোমধ্যেই ট্রাম্প গুরুত্বপূর্ণ কয়েক রাজ্যে মামলায় হেরেছেন। শনিবার পেনসেলভেনিয়ার আদালত ট্রাম্পের প্রচারণা শিবিরের মামলা খারিজ করে। সোমবার মিশিগান বাইডেনকে বিজয়ী ঘোষণা দেয়। জর্জিয়া ও উইসকনসিনে ভোট পুর্নগণনা করার আবেদন জানিয়েছে ট্রাম্প শিবির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়