শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাইকগাছায় ৩ জনের অতিরিক্ত মদ্যপান, মৃত্যু ১

সেকেন্দার আলী: [২] খুলনার পাইকগাছায় ছাত্রনেতাসহ ৩বন্ধু বিয়েতে যেয়ে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর অসুস্থ আরো দুইজন। জানা যায়, পাইকগাছা উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামের চিত্তরঞ্জন মন্ডলের ছেলে অমিত মন্ডলের সাথে কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বিকাশ মল্লিকের মেয়ের সাথে শনিবার রাতে বিয়ে হয়।

[৩] বিয়ের বরযাত্রীতে যাওয়া অমিতের বন্ধু খড়িয়া গ্রামের বিকাশ চন্দ্র হালদারের ছেলে ছাত্রনেতা নবদ্বীপ হালদার (২৪), পৌরসভার সরল গ্রামের অনুকুল ব্যানার্জীর ছেলে ছাত্রনেতা নব কুমার ব্যানার্জী (২২) ও একই গ্রামের সুকুমার চক্রবর্তীর ছেলে জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী (৩০) দাওয়াত খেয়ে ফেরার পথে অতিরিক্ত অ্যালকোহল ও পয়েজন পানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

[৪] পাইকগাছায় পৌছানোর পর তাদের অবস্থা গুরুতর হলে রাতেই পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু, ইফতিখার বিন রাজ্জাক ও সঞ্জয় মন্ডল তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৫] রোববার খুলনায় যাওয়ার সময় পথিমধ্যে নবদ্বীপ মারা যায়। নবকুমার ও পার্থ গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পার্থ জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক এবং নবদ্বীপ ও নবকুমার ছাত্রলীগের সক্রীয় কর্মী বলে জানা যায়। পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, মৃতের লাশ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়