শরীফ শাওন: [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, ১ ডিসেম্বর থেকে ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়া হয়েছে।
মঙ্গলবার, রোববার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইটগুলো ছেড়ে যাবে।
[৩] তাহেরা খন্দকার বলেন, মঙ্গলবার ও রোববার সকাল ৯ টা এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো
কলকাতার উদ্যেশ্যে ছেড়ে যাবে।
[৪] এর আগে করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকে। এয়ার বাবল চুক্তির আওতায় ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হয়। ১২ নভেম্বর
থেকে ঢাক-কলকাতা ফ্লাইট চালুর সিদ্ধান্ত কার্যকর হলেও যাত্রী সংকটে ৫ নভেম্বর থেকে বন্ধ হয়ে যায়।