দেবদুলাল মুন্না:[২] এ তথ্য আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। গতকাল রাত ৯টায় মুম্বাইয়ের টাটা লিট ফেস্ট-এর জন্য ভার্চুয়াল মাধ্যমে একটি আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল চমস্কির। চমস্কির নতুন বই ‘ইন্টারন্যাশনালিজম অর এক্সটিংশন’ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
[৩] ভারতে একটি সাহিত্য উৎসব শুরুর কয়েক ঘণ্টা আগে নোয়াম চমস্কি এবং সাংবাদিক বিজয় প্রসাদের অনলাইন আলোচনা বাতিল করা হয়েছে। আয়োজকরা এ আলোচনা বাতিলের কারণ জানাননি।
[৪] চমস্কি ও প্রসাদ জানান, দুপুর ১টার দিকে আচমকাই তাদের ইমেইলে আলোচনা বাতিলের কথা জানানো হয়।কেন আমাদের আলোচনা বাতিল করা হয়েছে তা আমরা জানি না। ফলে আমরা কেবল ভাবতে করতে পারি বা প্রশ্ন তুলতে পারি যে এটা সেন্সরশিপ কিনা?
[৫] ভারতে গণতন্ত্রের অবক্ষয় যে একটি গুরুতর বিষয় বিবৃতিতে তা উল্লেখ করেছেন তারা। সিএএ-এর মতো আইনের মাধ্যমে নাগরিক অধিকার লঙ্ঘনের চেষ্টা করা হচ্ছে বলেও বিবৃতিতে দাবি করেন দুজন।
[৬]ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ সাহিত্য উৎসবের ডিরেক্টর অনিল ধরকর শুধু বলেছেন ‘সমস্যা’ রয়েছে বলেই বাতিল করা হয়েছে। তবে সমস্যা কি এ বিষয়ে কিছু বলেননি।