শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনশি জাকির হোসেন: বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড বিশেষ তদন্ত কিংবা দলিল সংরক্ষণের বিষয়ে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেই

মুনশি জাকির হোসেন : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী, লেখকসহ প্রায় ২০০ বুদ্ধিজীবীদের ঢাকায় একত্রিত করা হয়েছিল। মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ এবং শহরের বিভিন্ন স্থানের নির্যাতন সেলে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। পরে রায়েরবাজার এবং মিরপুরে তাঁদেরকে হত্যা করা হয়। যদিও ১০ ডিসেম্বর থেকেই এই সকল সিলেক্টিভ কিলিং চালাতে থাকে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন এবং তদন্তের বিষয়েও নির্দেশ দেন। কিন্তু সরকারিভাবে সেটির আর অগ্রগতির তথ্য নেই। তবে বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে এই বিষয়ে বেশ কয়েকটি তদন্ত কমিটির তথ্য জানা যায়। জহির রায়হান ব্যক্তি উদ্যোগে সর্বপ্রথম এই বিষয়ে কাজ শুরু করেন। সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা হিসাবে উনি বেশ কিছু গোপন তথ্য সংগ্রহ করেন। একই কাজে ১৯৭২ সালে ৩০ জানুয়ারি তিনি মিরপুরে গেলে সেখান থেকে তিনি নিঁখোজ হন। বুদ্ধিজীবীদের ওই সকল নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের কিংবা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বিশেষ কোনো তদন্ত করা কিংবা দলিল সংরক্ষণের বিষয়ে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়