শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কাবুলে রকেট হামলায় নিহত ৮, আহত ৩১

নিউজ ডেস্ক : আজ শনিবার স্থানীয় সময় ভোরের দিকে কাবুলের আবাসিক এলাকায় বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স। দুই দিন আগে সুইজারল্যান্ডের জেনেভাতে আফগানিস্তানের দাতাগোষ্ঠিদের বড় একটি সম্মেলনের পর কাবুলে এ রকেট হামলা হলো। বিবিসি, ডেইলিস্টারবাংলা

আফগান সরকারের একজন মুখপাত্র বলছেন শহরের ভেতর থেকেই একটি পিক-আপ ট্রাক থেকে এক ডজনেরও বেশি রকেট ছোঁড়া হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের সময় স্কুল ছাত্রীরা ভয়ে ছোটাছুটি করছে।

কাতারে আফগান সরকারের সাথে তালেবানের যে প্রতিনিধিরা শান্তি মীমাংসা করছেন তাদের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র এক সাক্ষাতের ঠিক আগে কাবুলে এই হামলা হয়। তালেবান বলেছে এই হামলা তারা করেনি। অন্যদিকে ঐ অঞ্চলের ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

ইরান দূতাবাস এক বিবৃতিতে জানায়, একটি রকেট দূতাবাসের পাশে আঘাত করে। মূল ভবনে কিছুটা আঘাত এলেও, কর্মীদের কেউ আহত হয়নি।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর থেকে আফগানিস্তানে তালেবান ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর হামলা বাড়ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আফগানিস্তান ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য আজ কাতার যাচ্ছেন।

এই মাসের গোড়ার দিকে বেশ কয়েকজন বন্দুকধারী কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালিয়ে কমপক্ষে ৩৫ জনকে হত্যা করে। নিহতদের বেশিরভাগ শিক্ষার্থী। ওই ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে।

অনেক বিশ্লেষকের ধারণা, আফগান বাহিনী এখনো একা একা লড়াই করার সক্ষমতা রাখে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়