নূর মোহাম্মদ: [২] বাংলাদেশের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শতাধিক আইনজীবীকে নিয়ে শনিবার শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে সমিতির নেতাদের নিয়েও একবার শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
[৩] শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমাধি মসজিদের ইমাম। এরপর অ্যাটর্নি জেনারেল সমাধি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
[৪] শ্রদ্ধা নিবেদনের সময় অ্যাটর্নি জেনারেলের সহধর্মিণী আফসারী আমিন শিবলী উপস্থিত ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে উপস্থিত ছিলেন- একেএম আমিন উদ্দিন মানিক, শেখ সাইফুজ্জামান, মো. সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ায়েস আল হারুনী, মো. মনিরুল ইসলাম প্রমুখ। এছাড়া বেশ কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং গোপালগঞ্জ আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।