তৌহিদুর রহমান : [২] শনিবার দুপুরে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমা রউফ অডিটরিয়ামে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
[৩] সেমিনারে জানানো হয়, এই প্রকল্পের আওতায় সারাদেশের হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণ সম্পর্কে জনগনকে উদ্বুদ্ধকরণে ২৫ হাজার ৮৭০ জন ইমাম, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্ব কাজ করবেন। সেই লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।
[৪] এ সময় বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মো.শাখাওয়াত হোসেন, জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, হাওর প্রকল্পেরর পরিচালক মো: আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি ফাউন্ডশনের ব্রাহ্মণবাড়িয়া সহকারি পরিচালক কাজী মো: জাভেদ হোসেন প্রমুখ।