শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্প্রসারিত মসজিদ উদ্বোধন

ঢাকা কলেজ প্রতিনিধি: [২] গৌরব, ঐতিহ্য ও স্বমহীমায় ঢাকা কলেজ ১৭৯ বছর অতিক্রম করে ১৮০ বছরের একটি মাইল ফলকে পদার্পণ করলো। এইদিনে ঢাকা কলেজের সম্প্রসারিত মসজিদের উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর (শুক্রবার) বিকেলে ঢাকা কলেজ মসজিদের দ্বিতীয়তলা উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।

[৩] উদ্বোধন শেষে তিনি বলেন, আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল মসজিদের দোতলার কাজ সম্পন্ন করা। ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বোধন করতে পেরে তৃপ্তির নিঃশ্বাস নিতে পারছি। ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারী ছাড়াও বিভিন্ন প্রান্তের মুছল্লি এখানে সমবেত হতো। স্থান সংকুলান না হওয়ায় বরাবরই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করতে হতো। আজ থেকে সে কষ্ট একটু হলেও লাঘব হবে।

[৪] উদ্বোধনকালে ঢাকা কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী হযরত আলী আবেগাপ্লুত হয়ে বলেন, রোদ বৃষ্টিতে ভিজে নামাজ পড়তাম। মসজিদের দোতলা সম্প্রসারণ আমাদের দীর্ঘদিনের দাবি। দোতলা ভবন উদ্বোধন করায় সেই দাবি পূরণ হলো।

[৫] এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের উপাধাক্ষ্য এ. টি. এম. মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, অধ্যক্ষ স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজে পানির পাম্প, লাইটিং, নিরাপত্তা দেয়াল সহ অসংখ্য কাজ করেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়