সুজন কৈরী: [২] পুরান ঢাকার নাজিরা বাজারের আলুর বাজার ছোট মসজিদের পাশে দশ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি জুতার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
[৩] ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
[৪] তিনি বলেন, জুতার ফ্যাক্টরিতে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে এতে কোনো হতাতের ঘটনা ঘটেনি।