শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবরস্থানে পাওয়া গেল কলস, এলাকাজুড়ে চাঞ্চল্য !

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর পবার কাঁঠালবাড়িয়া এলাকায় ‘রাধার ভিটা’ নামের একটি কবরস্থানে দুটি কলস পাওয়া গেছে। কলস দুটিতে গুপ্তধন রয়েছে-এমন খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানায়, কবরস্থানে সংস্কার কাজ করার সময় কলস দুটির সন্ধান পান হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার কর্মীরা। কলস পাওয়ার পর গ্রামের মানুষের মাঝে খবর ছড়িয়ে পড়ে-ওই কলস দুটির ভেতরে গুপ্তধন রয়েছে। এমন খবরে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কলস দুটি দেখতে কাঁঠালবাড়িয়ার লোকজন ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেক মানুষ সেখানে ভিড় জমায়। কিন্তু গুপ্তধন আছে-এমন কল্পনা-জল্পনায় থাকা কলস দুটির ভেতরে মাটি ছাড়া কিছুই মেলেনি!

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আজ বুধবার সকালে পবার হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ লোকজন নিয়ে কবরস্থানের সংষ্কার কাজ করছিলেন। তখন মাটির নিচে কলস দুটি পাওয়া যায়। এ সময় চেয়ারম্যান পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি জানান, কলস দুটি দেখতে এলাকার প্রায় ৫০০ থেকে ৭০০ নারী-পুরুষ ভিড় জমান। সবার উপস্থিতিতেই ভেতর থেকে মাটি বের করা হয়। কিন্তু ভেতরে কোনো গুপ্তধন পাওয়া যায়নি, শুধু মাটিই পাওয়া গেছে। কলস দুটিও পোড়া মাটির তৈরি ছিল। মাটি বের করার সময় বড় কলসটি ভেঙে গেছে। আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে কলস দুটি অনেক পুরোনো। অনেক আগে থেকেই কলস দুটি মাটির নিচে চাপা পড়েছিল। - বাংলানিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়