শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার তিন মাথার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষতি

বগুড়া প্রতিনিধিঃ [২] মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে রাত ৯টায় আগুন নিয়ন্ত্রন করেছেন।

[৩] জানা যায়, উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের কান্তনগর তিনমাথা বাজার এলাকায় মেসার্স দুই বোন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান, যার প্রোপাইটর মোঃ গোলাম মোস্তফা। দীর্ঘদিন যাবৎ উন্মোক্ত ভাবে গ্যাসের সিলিন্ডার, ডিজেল, পেট্রোল, কেরোসিন তেল বিক্রি করে।

[৪] অগ্নিকান্ডে মেসার্স তিন ভাই ট্রেডার্সের মালিক আবু সাইদের ফিড মেডিসিনের দোকান, মেসার্স দুই বোন ট্রেডার্সের মালিক গোলাম রব্বানীর সার, বীজ-কীটনাশকের দোকান, দেলবর হোসেনের ভাই ভাই ষ্টেশনারী-কসমেটিকের দোকান, মিজানুর রহমানের ফল ভান্ডার এবং অনিল হেয়ার কাটিং এর মালিক গৌতম চন্দ্র শীলের দোকান পুড়েছে।

[৫] ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান এ প্রতিবেদক-কে বলেন, অত্র বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে মেসার্স দুই বোন ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়