শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে স্কুল ছাত্রীকে গলাকেটে হত্যা, দম্পত্তি গ্রেপ্তার

কালিয়াকৈর প্রতিনিধি: [২] গাজীপুরের কালিয়াকৈরে লিমু আক্তার লামিয়া নামে একজন স্কুলছাত্রীকে গলাকেট হত্যার ঘটনায় ভাড়াটিয়াকে আটক করে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) এবং তার স্ত্রী মিলি বেগম (২০)।

মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুরের ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

[৪] ভাড়াটিয়া দম্পতিকে রাতেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গেলো রাতে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

[৫] নিহত লিমু আক্তার লামিয়া (১০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।

[৬] পুলিশ  জানায়, তিনমাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। ৫ হাজার টাকা বাসা ভাড়া বাকি নিয়ে বাক বিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে জবাই করে হত্যার পর পাশের খালের পানিতে ফেলে রাখে। পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয় এবং বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে। এ সময় সুমন পানির নীচে লামিয়ার লাশের উপর দাঁড়িয়ে সবাইকে  অন্যদিকে খোঁজার জন্য পরাপমর্শ দেন। পরে সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নীচ থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা এবং সুমনকে আটক করে পুলিশে খবর দেয়।

[৭] পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ তাদের জিজ্ঞাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে সুমন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়