শিরোনাম
◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইডেনকে ৪-২ গোলে হারিয়ে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : [২] প্যারিসে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শেষ রাউন্ডে ৪-২ গোলে জিতেছে আগেই আসরের ফাইনালস নিশ্চিত করা ফ্রান্স। আর এই হারে পরের আসরে ‘বি’ লিগে নেমে গেছে সুইডেন।

[৩] ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ফ্রান্স ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। জোড়া গোল করলেন অলিভিয়ে জিরুদ। জালের দেখা পেলেন বাঁজামাঁ পাভার্দ ও কিংসলে কোমান। সুইডেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল দিদিয়ে দেশমের দল।

[৪] ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ফ্রান্সের ১৬ পয়েন্ট।

[৫] ঘরের মাঠে চতুর্থ মিনিটেই গোল খেয়ে বসে বিশ্ব চ্যাম্পিয়নরা। সুইডেনের মিডফিল্ডার ভিক্তর ক্লসনের শট রাফায়েল ভারানের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

[৬] দ্বাদশ মিনিটে জিরুদের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। এর তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান তিনি। অঁতোয়ান গ্রিজমান মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বাঁ দিকে বাড়ান মার্কাস থুরামকে। তার পাসে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চেলসির ফরোয়ার্ড জিরুদ।

[৭] ৩৬তম মিনিটে পাভার্দের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে থুরামের শট ব্লক হওয়ার পর ডান দিকে পেয়ে যান পাভার্দ। বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার।দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে আদ্রিওঁ রাবিওর জোরালো শট গোলরক্ষক লাফিয়ে উঠে ফেরালে ব্যবধান বাড়েনি।

[৮] দ্বিতীয়ার্ধের শুরুতে জিরুদের একটি হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৯তম মিনিটে হেডেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। একটু আগে বদলি নামা কিলিয়ান এমবাপের ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ডাইভিং হেডে বল জালে পাঠান ৩৪ বছর বয়সী জিরুদ।

[৯] নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান কমান সুইডেনের রবিন কোয়াইসন। তবে যোগ করা সময়ে আবার ব্যবধান বাড়ান জিরুদের বদলি নামা কোমান। - বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়