সিরাজুল ইসলাম: [২] যুক্তরাজ্যের কার্ডিফে ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলসের ডা. নিক ক্লেডন বলেন, লালারসে থাকা ভাইরাসকে মাউথওয়াশ ধ্বংস করতে পারে। তবে এটা করোনার চিকিৎসায় হয়তো ব্যবহার করা যাবে না। কারণ এটা শ্বাসতন্ত্রে পৌঁছাবে না। এ সংক্রান্ত একটি লেখা আগামী বছরের শুরুতে প্রকাশিত হতে পারে। বিবিসি
[৩] তিনি বলেন, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল আসলে হ্যান্ডওয়াশ, সামাজিক দূরত্ব এবং মাস্ক পরাসহ সিপিসি-ভিত্তিক মাউথওয়াশ মানুষের রুটিনে গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।
[৪] এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড থমাস এই ক্লিনিক্যাল ট্রায়ালের নেতৃত্ব দিয়েছেন। ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্তরাজ্যের ডেন্টিল ব্র্যান্ডের মাউথওয়াশ ব্যবহার করা হয়। যদিও এই ইন-ভিট্রো স্টাডি খুব আশাব্যঞ্জক এবং একটি ইতিবাচক পদক্ষেপ; তবে এখন স্পষ্টতই আরও ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। আলজাজিরা
[৫] তিনি বলেন, গবেষণাগারে তারা যে সফলতা পেয়েছেন, রোগীদের মধ্যে তা পাওয়া সম্ভব কি না তা দেখতে হবে। ২০২১ সালের শুরুর দিকে তারা ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে পারবেন বলে আশা করছেন।