শিরোনাম
◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগ নির্ণয়ে চিকিৎসার প্রাথমিক কাজ করে টেকনোলজিস্টরা : ডা. এবিএম আব্দুল্লাহ

শাহীন খন্দকার : [২] সরকারি পর্যায়ে সকল ডিসিপ্লিন মেনে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদানের জন্যে টেকনোলজিস্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিএসএমএমইউর সাবেক ডিন। তিনি বলেন, যাতে সরকার শূন্য পদে টেকনোলজিস্টদের নিয়োগ দেয়ার কাজ দ্রুত শুরু করতে পারে।

[৩] মঙ্গলবার রাজধানীর তোপখানা রোড বিএমএ ভবন শহীদ ডা. মিলন সভাকক্ষে, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের কোভিড-১৯ মোকাবিলা এবং রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্টের গুরুত্ব প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি।

[৪] অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, রাজধানীসহ সারা দেশের প্রতিটি জেলা-উপজেলা শহরে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকসহ ডায়াগনস্টিক ল্যাবরেটরি ও প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক আছে। এগুলোতে চিকিৎসককে সাহায্য করার কাজ করে থাকেন একজন মেডিকেল টেকনোলজিস্ট ।

[৫] ডা. আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষা করেছিলেন। কমিউনিটি ক্লিনিক তিনি বাস্তবায়িত করে যেতে না পারলেও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন ২১ বছর পরে ক্ষমতায় এসে করেছেন।

[৬] ডা. আব্দুল্লাহ বলেন, ভাইরাসটি নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। বিশেষজ্ঞরা নানা পরামর্শ দিচ্ছেন। করোনা নিয়ে এখন আর ভয় নেই, বাংলাদেশে এখন অনেক দক্ষ চিকিৎসক, নার্স রয়েছে যারা করোনা মোকাবেলায় দক্ষ। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়