শাহীন খন্দকার : [২] সরকারি পর্যায়ে সকল ডিসিপ্লিন মেনে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদানের জন্যে টেকনোলজিস্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিএসএমএমইউর সাবেক ডিন। তিনি বলেন, যাতে সরকার শূন্য পদে টেকনোলজিস্টদের নিয়োগ দেয়ার কাজ দ্রুত শুরু করতে পারে।
[৩] মঙ্গলবার রাজধানীর তোপখানা রোড বিএমএ ভবন শহীদ ডা. মিলন সভাকক্ষে, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের কোভিড-১৯ মোকাবিলা এবং রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্টের গুরুত্ব প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি।
[৪] অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, রাজধানীসহ সারা দেশের প্রতিটি জেলা-উপজেলা শহরে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকসহ ডায়াগনস্টিক ল্যাবরেটরি ও প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক আছে। এগুলোতে চিকিৎসককে সাহায্য করার কাজ করে থাকেন একজন মেডিকেল টেকনোলজিস্ট ।
[৫] ডা. আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষা করেছিলেন। কমিউনিটি ক্লিনিক তিনি বাস্তবায়িত করে যেতে না পারলেও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন ২১ বছর পরে ক্ষমতায় এসে করেছেন।
[৬] ডা. আব্দুল্লাহ বলেন, ভাইরাসটি নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। বিশেষজ্ঞরা নানা পরামর্শ দিচ্ছেন। করোনা নিয়ে এখন আর ভয় নেই, বাংলাদেশে এখন অনেক দক্ষ চিকিৎসক, নার্স রয়েছে যারা করোনা মোকাবেলায় দক্ষ। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু