শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পশ্চিমা দেশগুলোর ‘নাচের পুতুল,’ অভিযোগ উত্তর কোরিয়ার

রাশিদুল ইসলাম : [২] উত্তর কোরিয়ার পারমানবিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে সভায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং বলেছেন তার দেশের পারমানবিক কর্মসূচি নিয়ে যে অভিযোগ উঠেছে তা অনুমান নির্ভর এবং ভিত্তিহীন। ইয়ন

[৩] ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জি এজেন্সির নির্বাহি পরিচালক রাফায়েল গ্রসি উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচিকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার সুনির্দিষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন। জাতিসংঘের ১৯৩টি দেশের অংশ গ্রহণ করেন বলেন পিয়ংইয়ংয়ের পারমানবিক কর্মতৎপরতা খুবই দুঃখজনক।

[৪] কিন্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পশ্চিমা দেশগুলোর সুরেই নাচে।

[৫] ভিয়েনা ভিত্তিক ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জি এ্যাসোসিয়েশনের পর্যবেক্ষকরা ২০০৯ সাল থেকে উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে না।

[৬] উত্তর কোরিয়া একের পর এক পারমানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। দেশটির রাষ্ট্রদূত কিম সং জাতিসংঘের তার দেশের বিরুদ্ধে এধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন আমরা অনেক আগেই ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জিকে ত্যাগ করেছি এবং তাদের বৈরী চক্রের সঙ্গে যোগসাজসে কাজ করার বিষয়টি ভুলে যায়নি।

[৭] উপগ্রহের চিত্র বিশ্লেষণ করে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো উত্তর কোরিয়ার পরমানু কর্মসূচি পর্যবেক্ষণ করে বলছে এধরনের তৎপরতা উদ্বেগজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়