শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়ের জন্মের সময় ধোনি কাছে ছিল না, কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিতর্ক

এল আর বাদল : [২] জানুয়ারিতে বাবা হবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে থাকবে। কোহলি তাই অ্যাডিলেড টেস্ট খেলে দেশে ফেরার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে আর্জি জানিয়েছিলেন। যাতে ওই সময় তিনি স্ত্রী আনুষ্কার পাশে থাকতে পারেন। বোর্ড কোহলিকে সেই অনুমতি দিয়েছে।

[৩] এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, মহেন্দ্র সিং ধোনি কিন্তু মেয়ে জিভার জন্মের সময় কাছে থাকতে পারেননি। সেই সময় তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন। আর এখানেই ধোনি স্পেশাল।

[৪] অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় জিভার জন্ম হয়। সেই সময় ধোনি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। সাংবাদিকরা ধোনিকে প্রশ্ন করেছিলেন, এমন গুরুত্বপূর্ণ সময় তিনি স্ত্রী ও মেয়ের পাশে থাকতে পারছেন না বলে খারাপ লাগছে কি না। ধোনি বলেছিলেন, আমি এখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। বিশ্বকাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাকি সব কিছুর জন্য সময় পড়ে রয়েছে।

[৫] অনেকেই ধোনির উদাহরণ টেনে কোহলিকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে খোঁচা দিচ্ছেন। তবে কেউ কেউ আবার কোহলিকে সমর্থন জানিয়েছেন। তাদের দাবি, গুরুত্বপূর্ণ সময় স্ত্রীর পাশে থাকতে চেয়েছেন কোহলি। এতে কোনও ভুল নেই।

[৬] আইপিএলের পরই ভারতীয় দলের ক্রিকেটাররা উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। টানা চার মাস ক্রিকেটাররা বাড়ির বাইরে থাকবেন। দীর্ঘ সময় থাকতে হবে বায়ো বাবল-এ। এই নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোহলি। তিনি এবার থেকে সিরিজ ছোট করার দাবি তুলেছিলেন।- জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়